lockdown er kichu upokarita 1 : 24-06-2020 m

              লোকডাউন নে বাড়িতে বসে কি করা যেতে পারে ??
     
    অনেক ব্যাস্ততার পরে একটু সময় আমরা পেয়েছি ফ্যামিলির সাথে থাকার ,মা কে কাজে হেল্প করার ,নিজের হারিয়ে যাওয়া ভালোলাগা গুলোকে নড়িয়ে দেখার ছোটবেলার হারিয়ে যাওয়া স্বপ্ন গুলোকে আবার একবার মনে করার তাই কবে বাইরে যাবো আমরা এইটা না ভেবে নিজের হারিয়ে যাওয়া দিন গুলোকে একবার খুঁজে দেখি । 
                        সকালে উঠে একবার ভালো করে বাইরে প্রকৃতি কে দেখো মনে হবে জীবনে কোনো সমস্যা ই নেই , চারিদিকে পসিটিভ জিনিস । তারপরে নিজের হাথে চা বানাও র নিজের বাবা মাকে খাওয়াও , ব্যাস্ততার জন্য তো অন্য সময়ে ঠিক করে সকাল টা উপভোগ ই করতে পারো নি , আজ সুযোগ পেয়েছো একটু উপভোগ করো । অন্য সময় তো দেরি হয়ে যাছছে বলে মায়ের উপর রাগারাগি করো কখনো না খেয়েই বেরিয়ে যাও আজ নাহয় নিজের হাথে রান্না করে মা বাবা নিজের পরিবার কে খাওয়াও মা এর পছন্দের খাবার বানিয়ে মা কে আনন্দিত করো , আর যদি রান্না করতে নাই পারো তো মাকে সাহায্য করে দাও ছোটবেলার মতোন কাজের সময় তাঁকে বিরোক্ত করো 😊। এই লোকডাউন এ অনেক শাশুড়ি বৌমার মধ্যেও মনরাগরাগি মান অভিমান চলছে কিন্তু কেন দুজনেই তো একটু চেষ্টা করতে পারেন একে অপরকে বোঝার দুজনে মিলে সংসার এর কাজ ,ঘর ঘুছানো রান্না করতে পারেন আসলে সংসার টা তো আপনাদের দুজনেরি ।
                                   আচ্ছা মনে আছে ছোটবেলায় আমরা নিজেদের ড্রয়িং খাতা তে কতো রকমের জিনিস আঁকিবুকি করতাম , আমি নিজের কথা একটু বলি আমার কোনোদিনই নেচার বা কোনো প্রকার ফল ফুল আঁকতে ভালো লাগতো না , আমার ভালো লাগতো মডেল আঁকতে আর তাদের কে সুন্দর ডিসাইনার ড্রেস পড়াতে হ্যাঁ আমি চাইতাম ফ্যাশন ডিসাইনার হতে কিন্তু বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে আমার সেই স্বপ্নও হারিয়ে গেল , যাইহোক এই লোকডাউন এর জন্য আবার আমি আঁকার সুযোগ পেয়েছি হয়তো ফ্যাশন ডিসাইনার হতে পারবো না কিন্তু বিশ্বাস করুন মনের মধ্যে একটা সুন্দৰ অনুভূতি হয়েছে । আপ্নারাও চেষ্টা করতে পারেন ।
                               বা আরো একটা কাজ করতে পারেন নিজের মায়ের কাছে গল্প শোনা ,হ্যাঁ আমাদের যেমন ছোটবেলা ছিলো ওনাদের ও তো ছিল মা এর কাছেগল্প শুনতে চান তাঁর ছোটবেলা কেমন ছিল সে রান্না কোথায় কার কাছে থেকে শিখেছিল , তার ছোট থেকে বড়ো হয়ে ওঠার গল্প মেয়ে থেকে পরিপূর্ন নারী আর তার  থেকে বৌ মা হয়ে ওঠার গল্প । 
                              আপনাদের বাচ্ছাদের দেখেছেন তো ওরা কেমন কার্টুন দেখে আনন্দ পায় সত্যি বলতে আমিও মাঝেমধ্যে দেখি 🙈 , মনটা সত্যি সেই সব দিনে ফিরে যাই যখন আমরা মায়েদের কোলে শুয়ে রূপকথার গল্প শুনতুম । কিছুদিন আগে আমফন ঝড়ের কারণে আমাদের ইলেকট্রিক বেশ কয়েকদিন বন্ধ ছিল তো সেইসময় একটা পূর্ণিমা রাতে চাঁদ দেখছিলাম নিজের বাড়ির জানলা দিয়ে হটাৎ শুনলুম মা গুনগুন করে নিজের মনে কিছু বলছে একটু ভালো করে শুনতে বুজলাম মা সুলুক বলছে হ্যাঁ আমাদের এখানে ওগুলোকে সুলুক এ বলে এ,আমিও মা এর সাথে যোগ দিলাম দুজনে মিলে জোরেজোরে বলতে লাগলাম "একির বিকির চাম চিকির ,চামে কাটা মজুমদার ,খেতে এলো দামুদার ,দামোদরের হাঁড়িকুড়ি গোয়ালে বসে চাল কুড়ি । চাল কুড়তে হলো বেলা , ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে চাচী ,কোদাল হলো ভোঁতা খেঁক শিয়ালের মাথা "  হি হি হি একটু ছেলেমানুষি তাই না কিন্তু ঐদিন আমি আর মা সত্যি নিজেদের ছেলেবেলা খুঁজে পেলাম ।
                               আবার অন্যদিন লিখবো আজ এইটুকুই থাক । ধন্যবাদ 🙏

टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

dreams versus reality