2020 --- kichu kotha (22-08-2020)

                                     ২০২০ -- 

 নমস্কার আমি মিস্টু রয় চৌধুরী আজ কথা বলা যাক ২০২০ নিয়ে । অনেক খারাপ তাই না এই বছরটা কত মানুষ এর মৃত্যু কত বিধ্ধংতটা কত ভালো জিনিস না হবার দুঃখ , প্রিয় মানুষের থেকে দূরে থাকার কষ্ট আরো অনেক কিছু । অপেক্ষার প্রহর গুনছে কবে আমরা বাইরে যাবো আবার আগের মতন স্বচ্ছন্দে ঘুরবো , সবার সাথে আড্ডা মারবো কিন্তু যেগুলো হারিয়ে গেলো সেগুলো কি ফিরে পাওয়া সম্ভব বোধহয় না । অনেকের প্রিয় জন চিরদিনের জন্য চলে গেছে । সবদিকে একটাই কথা অপয়া এই ২০২০ বছরটা , এর মতন খারাপ বছর আর দেখা যাই নি , কিন্তু যদি এই বছর এর পরেও এরকম হয় তখন কাকে দোষ দেবেন । এখনো তো অনেক কিছু হওয়া বাকি প্রায় দিন এ কেউ খুন হচ্ছে কোনো বাচ্ছা বা যুবতী মেয়ের সাথে কিছু মানুষ অন্যায় করেই যাছছে , চারিদিকে নদীর বাঁধ ভাঙছে মানুষ ভয় কাঁপছে কোনো সুরাহা নেই , প্রতি নিয়ত ঝড় -বৃষ্টি চলেই যাছছে আর তার জন্য গরিব আসসায় মানুষ এর বিপদ বেড়েই চলেছে কারোর বাড়ি বলে কিছু নেই সব নিঃশ্বেষ , কত মানুষ না খেতে পেয়ে মারা যাছছে সেইটা শুধু ২০২০ তে নয় প্রতি বছর এ হয় , প্রতি বছর এ ঝরে মানুষ এর ক্ষতি হয় , দীর্ঘ দিন ধরে ভাঙা বাঁধ না সরালে সেইটা তো ভাঙবেই একদিন তাই দোষ বছরের দিয়ে কোনো লাভ নেই । দোষ টা  মানুষেরই , ভাইরাস তো আর বছর সৃষ্টি করতে পারে না । প্রকৃতির কিছু পরিবর্তন আর কিছু মানুষের দায়িত্বহীনতার  সংমৃসণ এর এই পরিণতি  প্রকৃতিকে তো আর পরিবর্তন করা সম্ভব না হা আমরা চাইলে কিছু ক্ষেত্রে পারি যেমনি বাতাস দূষণ, জলকে পরিষ্কার রাখা , রাস্তা বাড়ি কে পরিষ্কার করা , গাছ বেশি লাগানো এইসব জিনিস তো আমাদের এ হাথে আর বাকিটা প্রকৃতি যেইটা ঠিক করে । 

             যারা সুবিধা পাচ্ছে তারাই পেয়ে যাছছে আর যারা পুরোপুরি অসহায় তারা অসহায় থেকেই জাগছে , যারা অভুক্ত তারা অভুক্তই রয়েছে আর যারা পাচ্ছে তারা নষ্ট করছে । কথা না বলতে পারা অসহায় animals গুলো কে কিছু মানুষ ছারা বাকিরা তো তাড়াতে ব্যাস্ত ওদের ও খিদে আছে শরীর আছে অনেককে দেখেছি ইচ্ছে করে তাদের কে কষ্ট দেয় দামি গাড়ি bike এ যাই বলে তাদের উপরেই চাপিয়ে দেয় কেন কি তাদের জীবনের কোনো দাম নেই তা বলছি কি দামি গাড়ির তেজ বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন তো মরলে কিন্তু ওগুলোর অহংকার যাবে না আপনার সাথে । এতো খাবার ফেলে না দিয়ে একটু তো দিতে পারেন ওদের কে , বিশ্বাস করুন খারাপ হবে না আপনার বরং অনেক বেশি ভালো হবে । পাপ পুন্য ছেড়েই দিন কাল যখন কোনো বিপদে পড়বেন তখন কোনো মানুষ আসুক না আসুক ওরা আসবে কিন্তু আপনার সাহায্যের জন্যে । আর সবথেকে বোরো কথা খেতে যদি নাই দিতে চান তো না দেবেন কিন্তু ওদের মারার আধিক্যের ও নেই আপনার । নিজেদের এই ছোট ছোট অভ্যাস গুলো পরিবর্তন করলে অনেক কিছুই ভালো হতে পারে । আজ কাল মানুষ অনেক বেশি হিংসার শিকার হচ্ছে তোমার ভালো তে তার কষ্ট হয় তোমাকে কেউ ভালো বলে তার সহ্য হয়না তোমার সংসার এ সুখ তার জীবনে রাগের কারণ সে প্রতিনিয়ত সুযোগ খোঁজে কিভাবে তোমাকে অন্যের সামনে খারাপ দেখাবে কিভাবে তোমাকে কষ্ট দেবে তোমার প্রিয় জিনিসকে তোমার কাছে থেকে সরিয়ে দেবে আর ইটা কোনো একজনের গল্প না প্রতিটা শহরে প্রতিটা গ্রামে প্রতিটা পাড়ায় ইনফ্যাক্ট এখন তো প্রতিটা বাড়িতেও এরকম মানুষ পাবেনই তো সময় বদলেছে মানুষ এর চিন্তাধারাও এগুলো পাল্টাবে কি না জানিনা তবে যেদিন পাল্টাবে পৃথিবী সেদিন পুনরায় সুন্দৰ হয়ে উঠবে। ...... আমি আমরা কিছু নিজস্ব ধারণা জানালাম যদি আপনারাও সহমত হন তো অবশই জানাবেন। ........ ধন্যবাদ 

टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

dreams versus reality