GUJOB ( sotto ghotona ) Part- 1

                                                       গুজব (সত্য  ঘটনা )

    নমস্কার আমি মিষ্টু রয় চৌধুরী । আমার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার একটা ছোট গ্রামে । তো আরো ৫ জন গ্রামের মেয়ের মতই আমিও নিজের ছোট বেলাএ অনেক প্রকার এর গুজব শুনেছি । সত্যি বলতে বিশ্বাস ও করেছি , আসলে তো আমিও খানিকটা ভীতু প্রকৃতির । তো যেহেতু গ্রাম তো সেখানে ভুতুড়ে গল্প থাকবে না তা কি হয় । আমিও নিজের ছোটবেলায় এগুলোকে ঘিরেই বড়ো হয়েছি । এখন তো অনেক কিছুই পরিবর্তিত সেই সব ভুতুড়ে বাড়িও আজ বিলুপ্ত , আজ সেই থ্রিল আর নেই । যাই হোক যাওয়া যাক আসল গল্পে ।
                আমার বাড়ির সামনে বেশ কিছুটা বনজঙ্গলে ভরা তখন তো ইলেকট্রিসিটি ও নেই সেই লন্ঠন এরআলো সন্ধের পরে পুরো নিঃস্থপ্ততা । তো আমার বাড়ির বেশ কিছুটা দূরে এস উসুল একটা ভুতুড়ে বাড়ি ছিল , হা এখনো আছে সেটা তবে এখন ভুত নেই 😆। যাই হোক ফিরে আসি গল্পে , তো ওই বাড়ি ঘিরে যে গল্প ছিল সেটা হলো সেখানে যারা থাকতেন তারা সবাই আত্মহত্যা করে মারা গেছেন । তো বুজতেই পারছেন গুজব টা কি হতে পারে হা তো তারা নাকি অতৃপ্ত আত্মা হয়ে ওই বাড়িতেই আছে মজার ব্যাপার হলো ওই বাড়ির সামনেই একটা মনসা ঠাকুরের মন্দির ছিল। .... যাকে আমরা মনসা তলা বলে থাকি । মানে সকালে ছেলেরা সেখানে গল্পগুজব করতো মেয়েদের তো যাবার অনুমতি ছিল না কেন কি ভুতে ধরতে পারে , কিন্তু সন্ধ্যের পরে কারোর সেখানে যাবার সাহস হতো না । ওই বাড়ির আশেপাশের যারা থাকতেন সকাল হতেই নতুন গল্প শোনা যেত যেমন রাতে নাকি টর্চ জ্বালাতো কারা সব জাইগা বাদ দিয়ে ওখানেই বেশি জোরে বাতাস বইতো , রাতে জানলা খোলা থাকলে কারা নাকি ঢিল মারতো , অদ্ভুত সব শব্দ শোনা যেত । পুরোটাই যে গুজব সেটা বলবো না টর্চ কিন্তু সত্যিই জ্বলতো তবে ভুত জ্বালাতো কিনা জানি না কেন কি ভুত টর্চ জ্বালায় সেটা আমার জানা নেই আজকে এই ২০২০ তে দাঁড়িয়ে এইটা স্বচ্ছন্দে বলতে পারছি কিন্তু সেই টাইম এ খুব বেশি ভয় পেতাম , আর হ্যা আওয়াজও  হতো কিন্তু সেইটা শেয়াল এর যাইহোক সেই টাইম এ আর অত বুদ্ধি ছিল না । 
            একদিন শীতের সন্ধে বেলাতে বসে আছি ফ্যামিলি সাথে  গল্প করছি ,বাড়ির সাথেই আমাদের গরু ছাগল থাকতো  আর মাজখানে ঘাট তো আমি খেলার জন্য গরুর কাছে যাজছিলাম হটাৎ দেখি ঘাট এর পাশে ঝাপের আড়ালে একটা বিটখট লোক দাঁড়িয়ে আছে যার দাঁত অনেক বেশি বড়ো সারা গায়ে লোম আর চোখ অনেক বেশি ভয়ঙ্কর আমি তো দেখেই চক্ষু সরবরা চিৎকার করার শক্তি টুকুও হারিয়ে ফেলেছিলাম তার পরে ছুটে দাদুর কাছে পালিয়ে যাই আমি তো ভেবেছিলুম ওইটাই ভুত । কিন্তু দাদু দেখে তারা করলো তারপরে জানতে পারলাম ওইটা একটা লোক এ ছিল যে চুরি করার জন্য ভুত সেজে ঘুরছিলো । কিন্তু আমি কি আর বুজি সবাইকে বলে দিলাম ভুত দেখেছি আর আমার বন্ধুরা তাদের বন্ধুদের বলে দিলো এই ভাবেই গুজব রটে গেইল । 
              তবে আজ ভাবলে হাঁসি এ পাই। ..... ও হ্যা আর একটা ভুতের ঘটনা ঘটেছিলো কিন্তু সেইটা আজ না পরের পার্ট এ শোনাবো আজ এইটুকুই। ........ ধন্যবাদ 
  


टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

dreams versus reality