যদি (05-09-2020)

                                                        যদি 

    যদি জীবনটাকে আরো ভালোভাবে সাজাতে পারতাম ,

যদি নিত্য শেখার সুযোগটা আবারো একবার ফিরে পেতুম ।

যদি পাওয়া গুলোকে মূল্য দিতাম ,

তাহলে মনে হয় না পাওয়া গুলোর তালিকা এতো বাড়তো না ।

কত যদি থাকে জীবনে ?

শেষের কবিতা হয়ে হারিয়ে যাবে একদিন মৃত্যুর শিখাই পুড়ে ।

যদি আর একবার সুযোগ পেতাম অঙ্কন টা শেখার ,

যদি আর একবার পেতুম ফিরে দাদুর স্নেহের হাত ।

যদি পারতাম সাহিত্য টাকে আরো ভালো করে জানতে ,

ইচ্ছা গুলোকে মহত্ব দিতাম মিথ্যার পিছনে না ছুটে ।

যদি সারা দিতাম  সেইদিন তার সেই ডাকে ,

হয়তো সে আজ আমার হতো চিরদিনের তরে ।

পারতাম যদি মুছে দিতে পুরোনো সেই ভুলগুলো,

করতুম শুরু নতুন করে হারানো সেই দিনগুলো ।

অগোছালো জিনিসগুলো নিতাম যদি গুছিয়ে ,

হয়তো বা থাকতাম সুখী , কেটে যেত আফসোস গুলো ।

ভাবলে আজ কষ্ট হয় হারানো সেই পছন্দের মানুষগুলো ,

তারা হয়তো আছে ভালোই , ভুলেই গেছে স্মৃতি গুলো ।

যদির এই লড়াই এ দৌড়াচ্ছি আমি বুঝি একাই,

কেউ তো করে না জিজ্ঞেস মনের সেই দুঃখ গুলো ।

 রাত পেরোলেই আবার জীবন চলবে নিজের মতোই ,

ক্ষনিকের এই ব্যাকুলতায় যাবে না কিছুই কারো ।

মানিয়ে নেবো আমিও দিয়ে ভাগ্যর দোহায় ,

আসলে আমিও জানি যদি পাল্টাবে না কখনোই ।

                    ।।  ধন্যবাদ ।।

 

टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

dreams versus reality