ক্যারিয়ার

                                                                            ক্যারিয়ার  

প্রতিনিয়ত এই একটা কথা জীবন টাকে পাল্টে দিচ্ছে । আজকাল মানুষ এর বেঁচে থাকার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই ক্যারিয়ার । কত ছেলে মেয়ে এই ক্যারিয়ার শব্দের যাঁতাকলে পিষছে , কত তো হেরে গিয়ে মৃত্যুকে বেঝে নিয়েছে । যখন প্রথম ক্যারিয়ার শব্দটি শুনেছিলাম মনে হয়েছিল হ্যাঁ এই পথ ধরেই জীবনে দাঁড়াতে পারবো অনেক বড় হবো , কিন্তু আস্তে আস্তে বুজতে পেরেছি এতোটা ও সহজ না জীবনে কিছু করা স্বপ্ন তো সবাই দেখে কিন্তু বাস্তবে রূপান্তরিত করতে ধৈয , সাহস , অপমান শুনেও চুপ থাকার ক্ষমতা , নিজের আত্মসমান বিসর্জন দেয়া আর কিছু ভাঙা স্বপ্ন । 

      ছোট থেকেই একটা স্বপ্ন মাথা আর মনের মধ্যে থাকে সেইটা আমাদের ইচ্ছা , কিন্তু আস্তে আস্তে সেই স্বপ্ন ঝাপসা হতে শুরু হয় পরিস্থিতির চাপে আর কিছু অভাবে । যারা শক্তিশালী , সৌর্সফুল যাদের বাবার নামডাক আছে তারাই এখনের যুগে লাঠি ঘোরাবে আর যারা মধ্যবিত্ত কোনো গড ফাদার নেই তারা ফ্রুস্ট্রেশন এর চাপে ফ্যামিলির চিন্তায় আস্তে আস্তে মরছে কেউ সহ্য করে চুপ থেকে মানিয়ে নিয়েছে আর যারা পারে নি তারা আজ অপেক্ষায় যে কোনো একদিন তার প্রতিভা কেউ দেখবে কেউ তাকে শেখাতে চাইবে একটা সুযোগ দেবে । কিন্তু এখন সবাই কাজ জানা মানুষ কে কাজে চাই কেউ চাই না এমন কাউকে জেক শেখাতে হয় তো সেই মানুষ গুলো কোথায় যাবে যদি কেউ না শেখায় তো জানবে কি ভাবে ,কিন্তু এসবের মাথা ব্যাথা তাদের তো নোই তারা চাই জন্মের আগে থেকেই সে সব জেনে আসুক । অনেক এর পরিবার সাপোর্টিং হয় না তারা চাই পাস করার পরেই কোনো মোটা টাকার চাকরি পাক আর তাদের সাহায্য হোক , কিন্তু এসবের পিছনের গল্প কেউ জানতে চাই না । যদি মেয়ে চাই জীবনে কিছু করতে আর  বেশ কিছু চেষ্টার পরেও যদি সে বিফল হয় তাহলে তার একটাই শাস্তি বিয়ে কেন কি বেশি বয়স হলে আবার বিয়ে হবে না কিন্তু তাকে যদি আরো একটু সময় দিতো হয়তো সে সফল হতো তখন একটা নোই অনেকগুলো ছেলের বিয়ের জন্য লাইন পরে যেত কিন্তু ঐযে নিষ্ঠুর সমাজ । 

         আর যদি কোনো ছেলের ইনকাম করতে দেরি হয় যদি সে ভালো কোনো চাকরি না পাই তো তাকে রোজ বাড়িতে অনেক অপমান এর স্বীকার হতে হয় তার প্রতি টা কাজে তাকে ঘোটা শুনতে হয় যদি সে একটু বেশি খায় তাহলে তাকে বলা হয় বাবার টাকায় এখনো খাচ্ছিস লজ্জা করে না রে , যদি সে একটু ঘুমাই তাহলে তাকে বলা হয় হা শুধু ঘুমিয়েই যা জীবনে তো আর কিছু করতে পারলি না , । যদি সে কাউকে ভালোবেসে তো সবাই না হলেও কিছু প্রেমিকার কাছে শুনতেই হয় তোমাকে ভালোবেসে খুব ভুল করেছি বুঝি নি তুমি এরকম নিকোম্মা হবে একটা পছন্দের জিনিস কিনে অব্দি দিতে পারো না বাবা মা কে  আমাদের সম্পর্কের বেইপাড়ে বলতে পারছি এরকম ছেলের সাথে কে বিয়ে দেবে যার কোনো ক্যারিয়ার ঠিক নেই । অনেক সম্পর্কের ইতি এই কারণেও হয়ে যাই , ।

                  সরকারি চাকরি একটা কথা খুব সোনা যাই সরকারি যদি তুমি কোনো প্রাইভেট কলেজ থেকে পাস করো তো শুনতে হবে ওসব কলেজ এর আবার কোনো দাম আছে নাকি সরকারি কলেজ হলো আসল , যদি তুমি কোনো প্রাইভেট জব করো তো বলবে " ও বেসরকারি চাকরি তার আর কি দাম হা মাইনে বেশি তো কি হলো অস্থায়ী তো , সরকারের চাকরির মতন চাকরি হয় নাকি " । মেয়ের বিয়ের জন্যও সরকারি চাকরিবালা পাত্রই চাই নাহলে মেয়ে সুখী কিভাবে থাকবে ।

                        পরের ক্যাটাগরি হলো মেয়ে তও আবার বাবা মা এর একটা সন্তান তার পরিবার খুব supportive তাঁরা চায় মেয়ে কিছু একটা করুক নিজের আইডেন্টিটি বানাক , মেয়েও প্রানপনে চেষ্টা করছে এমতঅবস্থায় যদি সেই মেয়ে কাউকে ভালোবাসে আর সেই ছেলের যদি আগে চাকরি হয়ে যাই যদি সে ভালো ইনকাম করে তো স্বাভাবিক ভাবেই তার পরিবার তার বিয়ের জন্য পাত্রী খুঁজবে কিন্তু ছেলে যদি বলে আমি একজন কে ভালোবাসি সে শিক্ষিত কিন্তু চাকরির অপেক্ষায় আছে কিন্তু মেয়ে বিয়ের জন্য রাজি হতে পারে না কেন কি তার দায়িত্ব চলে আসে মাজখানে তার পরিবার চলে আসে যদি সে একটু সময় চাই তো তাকে caste , colore এসব নিয়ে শুনিয়ে বলা হয় ওই মেয়ের সাথে বিয়ে দেয়া যাবে না , মেয়েও দায়িত্বর চেইপ সম্পর্ক ভাঙতে রাজি হয়ে যাই নিজের সব থেকে প্রিয় জিনিস কে হারাতে রাজি হয়ে যাই , ইটা জেনেও যে সে ছাড়া বাঁচা অসম্ভব , নিজের স্বপ্ন  গুলোকে অন্যকে দিয়ে দেয় । অনেক ছেলে হয়তো হাত ছেড়ে দেয় কেউ শর্ত দেয় ক্যারিয়ার আর ভালোবাসার মধ্যে একটা কে বেজে নেয়ার জন্য কিন্তু কিছু ছেলে সেই মেয়ের হাত এ শক্ত করে ধরে থাকে শেষ জীবন অব্দি , তাকে যোগ্য প্রমান করার লড়াই লড়তে থাকে তাকে উৎসাহিত করে , তাকে প্রেরণা দেয় সবার বিরুদ্ধে গিয়ে আর একদিন তাকে এমন তৈরী করে যে তার পরিবার এ caste color ভুলে গিয়ে সেই মেয়ে ক মেনে নেই কিন্তু কিছু পরিবার তার ছেলেকেই আলাদা করে দেয় সারাজীবন সেই মেয়ে ক শুনতে হয় তার জন্যই ওনাদের ছেলে আলাদা হয়েছে বাবা মা এর থেকে তাদের ছেলে কে আলাদা করে দিয়েছে একটা সময় পরে সেই মেয়েও বিশ্বাস করতে শুরু করে । হয়তো সেই ছেলে মেয়ে ক খুব সুখী রাখে কিন্তু মনের মধ্যে কষ্ট থেকেই যাই বাবা মা এর থেকে আলাদা হওয়ার । 

टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

dreams versus reality