INPUT NEGATIVITY (10-09-2020)

                                         INPUT NEGATIVITY 

তুই ছাড় তোর দ্বারা হবে না  , আরে তুই তো মেয়ে এসব কাজ কাজ তোর জন্য না , তুমি না পুরুষ এতো কষ্ট কিসের তোমার , মেয়ের বয়স বেশি হলে যে আর বিয়েই হবে না , ছেলে বেশি মেয়ে বন্ধুর সাথে মেসে বিয়ে দিয়ে দাও । আমাদের প্রাত্যহিক জীবন এসব কথা শুনেই থাকি তার থেকেই শুরু হয় এই নেগেটিভিটি দীর্ঘ দিন এগুলো শুনতে শুনতে কোথাও যেন আমরাও মানতে শুরু করি ।


প্রথম যখন মা স্বপ্ন দেখেছিলো মেয়েকে স্কুল এ পড়ানোর হাজার মানুষ তখন বিপক্ষে আওয়াজ তুলেছিল যে বেকার টাকা কেন খরচ করবে মেয়ে তো সেইটো পরের বাড়ি চলে যাবে তোমাকে কি আর দেখবে তখন সবকিছুকে উপেক্ষা করে সেদিন সেই মা শুধুমাত্র তার মেয়ের কোথায় ভেবেছিলো তাকে আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলেছিল , সে সবার ক্ষেত্রে একটাই জবাব দিয়েছিলো মেয়েদের ও অধিকার আছে চাকরি করার পড়ার আর ও আমাকে দেখুক বা না নিজেকে যেন অন্য কারোর ভরসায় না থাকতে হয় ।

যদি কারোর একটা সন্তান হয় তখন তাকে বলা হয় আর একটা ছেলে বা মেয়ে নাও তবে ও বুজবে দায়িত্ব। যদি সেই সন্তান মেয়ে হয় তাহলে বলা হয় মেয়ে কি আর সারাজীবন তোমার কাছে থাকবে সেই তো অন্যের চলে যাবে তখন তো একা হয়ে যাবে তাই একটা ছেলে হলে ভালো হয় , আর যদি ছেলে হয় তখন শুনতে হয় ছেলেদের কোনো ভরসা আছে নাকি বয়সকালে যদি না দেখে যদি ছেড়ে চলে যাই তাই একটা মেয়ে থাকলে ভয় থাকে না । কেউ কোনোদিন একটা ভালো এডভাইস দেবে না যে মেয়ে তো কি হয়েছে ওকেই ভালো করে মানুষ করো , ছেলে তো কি হলো হতেও পারে সে তার মা বাবা কে ভগবান এর মতন শ্রদ্ধা করে কিন্তু না নেগেটিভিটি ইনপুট যে করতে হবে ।

মনে করো অফিস এর কিছু মানুষ এর সাথে তোমার খুব ভালো বন্ধুত্ব আছে আর কিছু মানুষ বন্ধুত্বের বাহানায় ছলনা করে জাগছে যেহেতু তোমার বন্ধু সংখ্যা বেশি তাই তুমি অফিস এ কাজ করো না আড্ডা মারতে যায় । বিনা পরিশ্রম করে স্যালারি পাও সবসময় হাসাহাসি করতে থাকো এই সমস্ত কথা তোমার বস এর কানে ঠিক এ পৌঁছে যাবে আর কোনো কিছু না ভেবেই তিনিও বিশ্বাস করে নেবেন যেহেতু যে বলেছে সে বেশি বিশ্বাস যোগ্য ।

আমি বলছি না সব মানুষ খারাপ বা সবাই এরকম এ ভাবে কিন্তু এখনের দিনে নিজের চারিপাশে এরকম মানুষ এর আনাগোনা যারা মুখোশ এর আড়ালে দিনের পর দিন তোমার ক্ষতি করছে তোমাকে কোথায় কোথায় ডেমোটিভেটে কোফরছে সবার সামনে মজা ওড়াচ্ছে তোমার তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে এদের মানসিকতা পরিবর্তন করা সম্ভব না কিন্তু কোনো একদিন হয়তো বা ওদের মধ্যেও মানসিকতা জেগে ওঠে তখন হয়তো পসিটিভিটি ইনপুট করতে পারে মানুষের মোহে ।

।। ধন্যবাদ ।।

टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

dreams versus reality