TOMAR ACHE AMAR NEI KENO 01-09-2020

                                                তোমার আছে আমার নেই কেন  

হিংসা , প্রতিযোগিতা তোমার পাওয়া আমার পাওয়ার লড়াই এসব নিয়েই আজকের গল্প । আজকাল কম্পেটিশন এর যুগ ছোট বাচারাও এর থেকে বাদ যাই নি ওর থেকে এতো বেশি নম্বর আন্তে হবে ভালো করে পড়তে হবে এসবের চাপে ওদের মধ্যেও একটা হিংসা তৈরী হয় । সব কিছুতে কোথাও যেন একটা না পাওয়া থেকেই যাই । 

                তোমার ভালো বাড়ি আছে আমার কেন নেই তোমার ভালো টাকা স্যালারি আমার কেন নেই তোমার মার্ক্স্ ভালো আমার কেন নোই , তোমার ভালো সংসার আমার সংসার এ দুঃখ কেন । এসবের মধ্যে নিজের কাছে থাকা কিছু দামি অমূল্য জিনিস এর মহত্ব ভুলেই যাই কত রকমের মানুষ কত ভ্যারিটির সমাজ, caste কে নিয়ে আমাদের বেঁচে থাকা গরিব মধ্যেবিত্ত কে দেখে ভাবে ও কতই না সুখী অপর দিকে  মধ্যবিত্ত মানুষরা ভাবে বড়োলোক দেড় কোনো সমস্যায় নেই ।

                 আমি একজন কলেজ ছাত্রী তো আমার পাওয়া না পাওয়া টা স্বাভাৱিক ভাবেই অন্য রকম হবে যেমনি ধরুন আমার বন্ধু আমার থেকে বেশি মার্ক্স্ আনে আমার কেন আসে না , ওর কাছে দামি ব্র্যান্ডেড ড্রেস আছে আমার কাছে নেই কেন , ওর বয়ফ্রেইন্ড এর দামি bike আছে অনেক স্টাইলিশ আর আমার বয়ফ্রেইন্ড খুব এ সাধারণ bike প্রেমী নয় সে এগুলো তো হলো না পাওয়া কিন্তু এই না পাওয়ার মধ্যে পাওয়াগুলো কি কেউ খুঁজেছো , যদি তোমার বন্ধুর মার্ক্স্ তোমার থেকে বেশি আসে তাতে তার কোনো দশ নেই বা তোমার না পাওয়ার ও কিছু নেই সে হয়তো বেশি প্রিপারেশন নিয়েছিল তোমার কোথায় একটু ঘামটি ছিল , একবার ভাব তো সেইসব স্টুডেন্টস দের কথা যারা হয়তো পাশ এ করতে পারেনি এই সেমেস্টার তা হয়তো বা পড়া হয়নি বলে বা তার কোনো সমস্যার জন্য তার থেকে তো তুমি ভালোই পেয়েছো । যদি তোমার বন্ধু ব্র্যান্ডেড জামা পরে আর তুমি সস্তার তাতে কি আসে যাই কিছু মানুষ তো সেটাও পাই না আর এইযে নতুন ট্রেন্ড উঠেছে না ব্র্যান্ডেড জিনিসের বিশ্বাস করো পুরোটাই নকল , দেখো আমি একজন মধ্যবিত্ত মানুষ তাই ভাবনাটাও সেরকম এ হবে আমার মতে যে টাকাই একটা ব্র্যান্ডেড জামা কিনবে সেই টাকায় আমি কোনো মার্কেট থেকে দুটো জামা নিয়ে নিতে পারি তাতে আমার কালেকশন তা ও বাড়বে অনেকের কাছেই চিপ লাগতে পারে এইটা কিন্তু ভেবে দেখবে একটু । যদি ওর বয়ফ্রেইন্ড স্টাইলিশ হয় দামি bike নিয়ে ঘরে তাতে কি সত্যি কিছু যাই আসে যদি ভালোবসতে চাও তাহলে কি দেখে বাসবে মানুষটাকে দেখে তাই না এ ক্ষেত্রে দেখবে তোমার সাধারণ bike এর প্রতি আকৃষ্ট না হওয়া বয়ফ্রেইন্ড এ পারফেক্ট হবে কেন কি সে তোমাকে বুজবে তোমার প্রায়োরিটি থাকবে বেশি  তবে হ্যাঁ যদি টাইমপাস করতে চাও তো  প্রথম অপসন চুস করতে পারো ।

                           সংসারে খুব অশান্তি পারুল দির বর এর স্যালারি অনেক প্রতিবার এনিভার্সারি তে দামি জিনিস উপহার দেয় , এভরি উইকেন্ড এ রেস্টুরেন্ট এ ঘুরতে যাই আর জয়াদির বর সেই ১০ তা ৫ তার সরকারি চাকরি যেখানে ছুটি নেই বেশিটাকা স্যালারি নেই দামি উপহার নেই ভালো খাওয়াদাওয়া নেই তাই প্রায় দিন এ অশান্তি লেগেই থাকে কিন্তু জয়া দি এটা দেখে না মাসের স্যালারি যখন হাথে পরে ওনার হাসব্যান্ড সব থেকে আগে এসে ওনার হাথে দেয় দামি উপহার দিতে হয়তো পারে না কিন্তু পছন্দের খাবার মনে করে ঠিক আনে । দামি রেস্টুরেন্ট হয়তো যাওয়া হয় না কিন্তু সপ্তায় একদিন ওনার হাসব্যান্ড নিজের হাথে রান্না ঠিক এ করে ছোট ছোট আবদার এর দাম অনেক বেশি হয় আর সেগুলো যে পূরণ করতে পারে সেই স্পেশাল আপনার জন্যে তাই না পাওয়ার মিথ্যে লড়াই এ পাওয়া জিনিসগুলোকে মূল্য দিতে ভুলে যাবেন না এইটা জীবন নেগেটিভ- পজেটিভ ভালো -খারাপ যেমন থাকে সেরকম পাওয়া না পাওয়াও থাকে সেটার থেকে ভালো কে খুঁজে নিতে হয়।তোমার যেমন ভালোকিছু আছে আমার কাছেও আছে  ........................... পড়ার জন্য ধন্যবাদ ।

टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

dreams versus reality