beauty

                                                             সৌন্দর্য 

সুন্দর মুখ , ভালো শরীর , সিল্কি চুল , সিক্স প্যাক এবস , স্টাইলিশ , বাস এই কয়েকটা শব্দ সৌন্দয কে ডিফাইন করে দেয় ।

       আর তাদের কি যাদের মুখ এ ব্রণ আছে , গায়ের রং টা খুব বেশি ফর্সা নোই , চুল গুলো অগোছালো , যার অল্প বা বেশ ভালোই ভুরি আছে , যে স্টাইলিশ একদম এ নোই , যার ড্রেসিং সেন্স খুব এ কম , তার মানে সেইসব মানুষ কি সুন্দর নোই ।  কিন্তু আজকাল বাইরের সৌন্দর্য টাই আসল মনের সৌন্দর্যের কোনো দাম এ নেই । সবাই শুধু চাই লোক দেখানো কিছু মুখ যাদের রূপ দেখে এক পলকে মানুষ মুগ্ধ হয়ে যাই ।কোনো চাকরি হোক বা বিয়ের প্রস্তাব একটি জিনিস এ খোজা হয় সৌন্দর্য। ...... এই কারণের অনেক মানুষ ডিপ্রেশন এ ভুগছে কেউ নিজের উপর থেকে কনফিডেন্স হারিয়ে ফেলেছে ।  কেন এই ডিসক্রিমিনেশন। . ফেরেন্সস ক্রিম এর এড এ কেন ফর্সা মানুষ কেই দেখানো হয় । উত্তর কারোর কাছে নেই  । কিন্তু ডিমান্ড সবার এ আছে ,,, ছেলে যদি কোনো কালো গায়ের রং এর মেয়েকে পছন্দ করে তো তার ফ্যামিলি অনেক সমস্যা হয় অথচ যারা একসাথে সারাজীবন থাকবে তাদের কোনো সমস্যায় নেই 

   আগে এইটা শুধু বিয়ের ক্ষেত্রেই দেখা যেত কিন্তু এখন প্রতি ক্ষেত্রেই এই সৌন্দর্য কে দেখা হয়।  কিছু কিছু অফিস ও শুধু মাত্র বিউটি কেই প্রায়োরিটি দেয়া হয় । তুমি যদি নিজের চেহারা নিয়ে খুশিও থাকো তও তোমার সেই আত্মবিশ্বাস কে ভেঙে তোমাকেও সেই বিসন্নতা মধ্যে ঢেলে ফেলে দেয়া হয় \প্রতি নিয়ত তোমাকে বোঝানো হয় আশেপাশের মানুষের থেকে তুমি আলাদা \। 

       কেন তাদের শরীরে কি রক্ত লাল হয়না নাকি তারা মানুষের মতন দেখতে হয়না,, দরকার আর প্রয়োজনের সময় কেউ কিন্তু কারোর সৌন্দর্য বা তার caste দেখে না তখন একটাই জিনিস গুরুত্বপূর্ণ হয় সেইটা হলো নিজের প্রয়োজন বাস একবার প্রয়োজন ফুরিয়ে গেলে আবার তাকে নিয়ে সমালোচনা শুরু । তো একটাই কথা বলবো এইসব টক্সিক মানুষের থেকে দূরে থাকতে শিখুন সব মানুষ খারাপ হয়না তো সেই খারাপের মধ্যে থেকে ভালো কে নিজের জীবনের লিস্ট এ যোগ করুন যারা আপনাকে সম্মান দেবে মানুষ ভেবে মুখ দেখে না যারা আপনাকে প্রোৎসাহিত করবে আপনার কাজকে ট্যালেন্ট হিসাবে বুজবে । বন্ধুর সংখ্যা কমে থাক কিন্তু যেটুকু থাকুক পিওর থাকুক তাহলে জীবনে এইসব সৌন্দর্য caste স্টেটাস ম্যাটার এ করবে না ।

टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

dreams versus reality