संदेश

अगस्त, 2021 की पोस्ट दिखाई जा रही हैं

dreams versus reality

                          স্বপ্ন ভার্সেস বাস্তবতা  কি যেইটা সত্যি হয়না সেটাই স্বপ্ন আর যেইটা মানা কঠিন সেটাই বাস্তবতা ? কম বেশি আমরা সবাই এই সত্যির সাথেই অবগত। .... কিন্তু স্বপ্নের সংজ্ঞা টা  তো পরিবর্তন ও হতে পারে রাতে দেখা স্বপ্ন যদি খোলা চোখে সত্যি হয়ে যাই ,যদি নিজের শহরে দেখা ভোরের আকাশ টা একটা অচেনা শহরের বা দেশের আকাশের সাথে পরিবর্তিত হয়ে যাই ,এখানে বাস্তবতা হলো আকাশ যেটা তুমি খোলা চোখে দেখছো যেটা তোমার বাস্তবেও আছে আবার স্বপ্নেও বিদ্যমান।                   স্বপ্ন যদি হয় সাফল্যের বাস্তবতা হলো বেঁচে থাকা যদি বেঁচেই না থাকো তবে সাফল্য পাবে কেমন করে।  তোমার স্বপ্ন ছিল নৃর্থশিল্পী হবার ,আর তোমার স্বপ্ন ছিল আর্টিস্ট হবার ,আর তোমার আরে তোমাকেই বলছি তোমার স্বপ্ন কি ছিল বোরো এক্টর হবার তাই না, আরে তোমাকে কেমন করে ভুলতে পারি তোমার তো স্বপ্ন ছিল সেই প্রেমিকাকে বিয়ে করার যার সাথে আগামী কাটানোর সংকল্প করেছিলে তুমি।  সবার স্বপ্ন ভাঙা কাচের মতন টুকরো হয়ে আছে বাস্তব হলো সেই টুকরো এখনো দৃশ্যমান যেই টুকরো দেখে কেউ আজ আফসোস করে চলেছে আবার কেউ চোখের জলে ব্যাক্ত করে চলেছে কেউ চাইছে টুকরো গুলো যত্নে