dreams versus reality
স্বপ্ন ভার্সেস বাস্তবতা
কি যেইটা সত্যি হয়না সেটাই স্বপ্ন আর যেইটা মানা কঠিন সেটাই বাস্তবতা ? কম বেশি আমরা সবাই এই সত্যির সাথেই অবগত। .... কিন্তু স্বপ্নের সংজ্ঞা টা তো পরিবর্তন ও হতে পারে রাতে দেখা স্বপ্ন যদি খোলা চোখে সত্যি হয়ে যাই ,যদি নিজের শহরে দেখা ভোরের আকাশ টা একটা অচেনা শহরের বা দেশের আকাশের সাথে পরিবর্তিত হয়ে যাই ,এখানে বাস্তবতা হলো আকাশ যেটা তুমি খোলা চোখে দেখছো যেটা তোমার বাস্তবেও আছে আবার স্বপ্নেও বিদ্যমান।
স্বপ্ন যদি হয় সাফল্যের বাস্তবতা হলো বেঁচে থাকা যদি বেঁচেই না থাকো তবে সাফল্য পাবে কেমন করে। তোমার স্বপ্ন ছিল নৃর্থশিল্পী হবার ,আর তোমার স্বপ্ন ছিল আর্টিস্ট হবার ,আর তোমার আরে তোমাকেই বলছি তোমার স্বপ্ন কি ছিল বোরো এক্টর হবার তাই না, আরে তোমাকে কেমন করে ভুলতে পারি তোমার তো স্বপ্ন ছিল সেই প্রেমিকাকে বিয়ে করার যার সাথে আগামী কাটানোর সংকল্প করেছিলে তুমি। সবার স্বপ্ন ভাঙা কাচের মতন টুকরো হয়ে আছে বাস্তব হলো সেই টুকরো এখনো দৃশ্যমান যেই টুকরো দেখে কেউ আজ আফসোস করে চলেছে আবার কেউ চোখের জলে ব্যাক্ত করে চলেছে কেউ চাইছে টুকরো গুলো যত্নে রাখতে কেউবা চাই দূরে ছুড়ে ফেলে দিতে কেউবা নতুন কে স্বীকার করেছে কেউবা পুরোনোতে থেমে গেছে। কিন্তু বাস্তবতা একটাই সবাই বেঁচে আছে হাজারো গড়ার ভিড়ে কেউবা একা কেউবা সঙ্গীর সাথে প্রতিনিয়ত একের পর এক দিন কাটিয়ে চলেছে।
কোথাও দূরে স্বপ্ন আর বাস্তব জীবন আর মৃত্যুর গন্ডি পেরিয়ে গেলো এক প্রান্তে কারোর শেষ যাত্রা সমাপ্ত হলো ওপর প্রান্তে কোনো সদ্যোজাতর জীবন যাত্রা শুরু হলো। কেউ স্বপ্ন নিয়ে হারিয়ে গেলো অচেনার দেশে কেউবা কারোর স্বপ্নের সিঁড়ি হয়ে নেবে এলো ,কেউ বাস্তবে অভস্ত কেউবা স্বপ্নে নিজেকে সুখী দেখতে অভস্ত। কারোর সত্যি হওয়া স্বপ্ন নতুন স্বপ্নের দিকে টানছে কারোর ভাঙা স্বপ্ন ভয়ে ভয়ে আবারো দেখতে ইচ্ছা করছে। সত্যি আর কঠিন এর এই লড়াই লড়েই চলেছি সকলে ,এর নাতো সমাপ্তি আছে না আছে শুরু আছে শুধু বেঁচে থাকা।
टिप्पणियाँ
एक टिप्पणी भेजें