SAVINGS
চলছে জীবন স্রোতের মতন , জানি না কোথায় শেষ এর, কিন্তু বাঁচার জন্য প্রয়োজন যে ওই কাগজে ছাপানো কিছু নোটের , আজ খাটলে তবে যে কাল খাওয়া হবে , মধ্যবিত্ত দের আবার সেভিংস হবে কবে ।
জমাতে গেলে যে উপোষ যেতে হবে , আর পেট ভোরে খেতে গেলে সেভিংস এর স্বপ্ন কে স্বপ্নই বানিয়ে রাখতে হবে ।
কথায় আছে নুন আন্তে পান্তা ফুরোয় কথাটা খুব বেশি ঠিক না হলেও খুব বেশি ভুল ও না , নুন দিয়েই পান্তা তা খাওয়া হয় বাকি কিছু নাহয় নাই বা পেলো ।
মাসের শেষে বুঝতে পারা কঠিন হয়ে দাঁড়ায় চলবে কি ভাবে বাকি দিন কটা কেন কি স্যালারি পেতে যে আরো অপেক্ষার বাকি । খাওয়া , পরা , থাকার বাড়ি , বেশ এইটুকু তেই বেঁচে আছে মাধবিত্ত দের জীবন । সেভিংস নাম টা শুধু ব্যাঙ্ক এর সেভিংস একাউন্ট এর মধ্যেই সীমাবদ্ধন হয়ে রয়ে গেছে
স্বপ্ন সত্যি হয় যখন জমানো টাকায় ছেলে বা মেয়ে একটু এডুকেশন নিতে পারে তারাই হয়ে দাঁড়ায় একমাত্র আশার আলো , কিন্তু ভরসা থাকলেও সেই আলো জীবনকে আলোকিত করবে নাকি অন্ধকার এ থেকে যাবে তার গ্যারান্টী কেউ বলতে পারে না ।
टिप्पणियाँ
एक टिप्पणी भेजें