skin tips (cucumber) 25-06-2020

  ত্বকে শশার উপকারিতা 😊
 হ্যাঁ স্বাস্থ্যের পক্ষে শশা তো  উপকারই তার সাথে ত্বকেও দারুন কার্যকরী । চলুন তবে দেখা যাক। ..
  • শশা  চোখের কালো দাগ দূর করতে সাহায্য করে ।
  • মুখের মধ্যে ব্রণ বা অন্য কোনো কারণে যদি কালো দাগ হয় তো সেটাও দূর করে ।
  • মুখ যদি dull হয়ে যায় তো হারানো glow ফিরিয়ে আনে ।
  • গরমের সময় মুখ কে রিলাক্সেশন দেয় ,মুখে একটা ঠান্ডা অনুভূতি হয় 
  • মুখ কে সফ্ট করে আর flawless বানাই        
                                        এগুলো তো   হলো উপকারিতা কিন্তু apply কি ভাবে করবেন ,,,,? 
     আমি আপনাদের একটা ঘরোয়া উপায় বলছি। .....
  1. কিছু fresh cucumber নিয়ে নিন তারপরে সেটাকে ভালোভাবে ধুয়ে মিক্সচার এ বা greeter এ গ্রেড করে নিন ,তারপরে সেটাকে ঝেঁকে নিন র পালব আর জুস আলাদা করে নিন আর একটা   স্প্রে   বোতলে ভরে নিন আর স্টোরে করে রাখতে পারেন ৫-৭ দিন , ফ্রীজে বা কোনো জলে ভরা পাত্রের মধ্যে বোতল তাকে রেখে দিন ।
  2. রোজ ফেসওয়াশ এর পরে অল্প cucumber juice  কটন বল বা হাতের মধ্যে নিয়ে পুরো মুখে লাগিয়ে নিন as a toner  তারপরে আপনি মেকআপ করুন বা সানস্ক্রিন লাগান ।
  3. রাতে ঘুমানোর আগে মুখে আর চোখের আশেপাশে ভালোভাবে লাগিয়ে নিন ।
                              কিছু দিনের মধ্যেই তফাদ বুঝতে পারবেন ।
৪. cucumber জুস এর সাথে অল্প লেমন জুস আর অল্প টমেটো জুস অ্যাড করে ভালোভাবে মিক্স করে মুখে লাগান আর ১৫ মিনিটে পরে ধুয়ে ফেলুন পরিষ্কার জল দিয়ে লেমন জুস পিম্পলেস এর উপর খুব কার্যকরী আর টমেটো জুস tan রিমুভ করতে সাহায্য করে ।  
          তবে যদি আপনার কোনো কারণে এলার্জি থাকে তাহলে দয়া করে এইটা ব্যবহার করবেন না । আর যারা জানেন না যে এলার্জি আছে কি না তারা আগে অল্প একটু জুস নিয়ে কানের পশে অল্প পরিমানে লাগাবেন কিছুক্ষন পরে যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে কন্টিনিউ use করতে পারেন আর যদি কোনো rashes বা অন্য কোনো সমস্যা হয় তাহলে ব্যবহার করবেন না ।

टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

dreams versus reality