Boys- problem- society- bus (23-08-2020)

                                            ছেলে - সমস্যা - সমাজ -বাস 

ছেলেদের নিয়ে আমাদের সমাজে বেশ কিছু সমালোচনা , সমস্যা  , আর অদ্ভুত কিছু লজিক আছে আজ এরকম এ কিছু সমস্যা নিয়ে কথা বলবো ।

   প্রথমে আসি বাস নিয়ে একটা মহিলা অনায়াসে গিয়ে বলতে পারে দাদা একটু বসতে দেবেন , একটু সিট তা ছাড়বেন কিন্তু তার এ উল্টো দিকে একজন পুরুষ এই কথা কোনোদিন এ বলতে পারবেন না কেন কি তাদের তো কষ্টই হয় না । একটা মহিলা একটা পুরুষের সিট এ বসতে পারে কিন্তু একজন পুরুষ মহিলার সিট এ বসলে তাকে অনেক রকমের কথার শিকার হতে হয় ।

   আমি নিজের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা বলছি আমার সাথেও একটা পুরুষ বাস এ যাজছিলো সে আমার প্রেমিক কি বন্ধু কি দাদা কিংবা বাবা সেসব ছাড়ুন সে একজন বাস  পুরুষ , অনেক তা রাস্তা দাঁড়ানোর ফলে তারও পায়ে আমাদের মতোই ব্যাথা হচ্ছিলো  , আর পুরুষ বলেই যে তার বাস এ উঠলে বমি পাই না সেটাও পুরোপুরি ভুল একটা মন্তব্য , ওরাও মানুষ ওদের ও সাধারণ সমস্যা গুলোই হয় । তো আমার সাথে থাকা ওই মানুষটির ও সমস্যা হচ্ছিলো আর যেহেতু বাস ফাঁকাই ছিল আমি ওকে বলি একটু বসতে হ্যা ইটা আমার প্রথম ভুল ছিল , ও আমাকে অনেকবার বারণ করেছিল কিন্তু মানবতার জন্য আমিই  জোর করেছিলুম সে বসেও গিয়েছিলো আশেপাশে অনেক জায়গা আরো ছিল হটাৎ একটা মধ্যে বয়সের মহিলা বাস এ ওঠেন উনি আমাদের এ পশে বসেছিল তারপরে একজন ইয়ং মহিলা উঠে আর উঠতেই ওনার নজর পরে ওই পুরুষের সিট তাই পাশের জায়গা ওনার জন্য বোধয় ভ্যানিশ হয়েগিয়েছিল । উনি বলেই ওই সিট এই উনি বসবে আমি নিজের সিট ছেড়ে দিয়ে ওনাকে বসতে দি কিন্তু তারপরেও উনি শোনেন না বাধ্য হয়ে ওই পুরুষকে সিট ছাড়তে হয় , আচ্ছা যদি ওখানে ওই পুরুষের বদলে কোনো মহিলা থাকতো তাহলে কি ওই মেয়েটি এভাবে সিট পছন্দ করতো বোধয় না আসলে ছেলে তো বাস এ না দাঁড়ালে ঠিক পোষায় না যা হোক তারপরে ওই মধ্যে বয়স্ক মহিলাটি জগড়া শুরু করে দেয় উনি বলেন যদি sympathy  দেখতে হয় তো বাড়িতে দেখাও বাস তা এসবের জায়গা না , তাহলে aunty যদি কারোর সমস্যাও হয় তার অধিকার নেই বসার কেন কি সেইটা বাস এই প্রশ্নই আমি করেছিলুম ওনার উত্তর আসে ওতো একটা ছেলে বেশ স্বাস্থবান একটু কষ্ট সহ্য করার ও ক্ষমতা নেই তো ক্যাব করে নিতো আমার জন্য অন্য কাউকে এভাবে অপমানিত হতে হচ্ছে দেখে আমি খুব রেগে যাই আমিও জগড়া শুরু করে দি কিন্তু উনি আমাদের শিক্ষা নিয়ে কথা বলতে থাকে তার ই মধ্যে একজন আঙ্কেল ,আমার সঙ্গে থাকা পুরুষকে বলে এই জগড়াটা কিন্তু আপনার জন্যই হলো আপনি উঠলে হতো না আমি বললাম বাহ কিছু না করেও কিভাবে মানুষকে দোষী করতে হয় সেইটা আপনি ভালোই জানেন , যেই মেয়েটির জন্য এতো ঝামেলা সেট দিব্বি বসে নিজের ফোনে ব্যাস্ত ছিল । আমি বাধ্য হয়ে বাস থেকে নেমে যাই নিজের জন্য না কিন্তু ওই মানুষটার জন্য ক খারাপ লেগেছিলো যে আমার জন্য ওতো লোকে এর সামনে অপমানিত হলো । হা নেবে যাবার পরে অনেকেই সমালোচনা করবে আমাদের নিয়ে অনেক কটু কোথাও বলবে , দোষ তা হয়তো আমার এ ছিল কিন্তু সত্যিই কি কোনো দোষ ছিল ?ওই  ঘটনার কিছু দিন পরে ওই বাস এই যখন আমি বাড়ি ফিরছিলুম দেখলুম একজন বৌদি তার প্রেমিক কে নিয়ে লেডিস সেট এ বসে যখন অন্য মহিলারা জিজ্ঞেস করে কারণ উনি বললেন এক্সট্রা ভাড়া পে করবে তো বসতে পারে তাহলে আমরা কি ফ্র্রে তে যেতাম আর অবাক বেপার হলো সেই কন্ডাকটর আর সেই ড্রাইভার যারা ঐদিন আমাদের জগড়া এনজয় করছিলো একটা কোথাও বোলো না ওই বৌদিকে । 

    তাহলে ভুলটা কার ছিল আমাদের কি মানুষের চিন্তাধারায়  । আমি এইটা বলছি না যে সবাই সমান কিন্তু তার মধ্যে কিছু ভালো মানুষ তো থাকে । তোমার পরিচিত তাই তার কষ্ট হয় আর পরিচিত না হলে সেট মানুষ না কষ্ট আবার কি তার । স্টাইল দিয়ে বসে উঠে ফোন নিয়ে ব্যাস্ততা দেখিয়ে কোনো মানুষের কষ্টের বিনিময়ে তার সিট নেয়াটা এইটা মানবতা । আমি মহিলা হয়ে মহিলাদের সাহায্য পাই না কিন্তু তারাই যখন দেখে আমি ১ ঘন্টার বেশি সিট এ বসে তখন সমালোচনার ঝড় আর tease এর শব্দ ভেসে আসে আমার কান পর্যন্ত । সব কিছুতে ছেলেদের সমস্যা কে এতো ক্ষুদ্র করে দেখা বন্ধ হোক । হা কিছু পুরুষ মহিলাদের সাথে খারাপ করছে উল্টো দিকে কিছু পুরুষ তার জন্য কষ্ট ও পাচ্ছে তাই সবাই সমান না । এই লেখা তা যাঁরা বুঝতে পারবে তারাই এর গভীরতা জানব কিছু মানুষ হয়তো রেগেও যাবেন কিন্তু আমি অনুরোধ করছি বোঝার চেষ্টা করবেন একটু। ........ আজ এতটাই ধন্যবাদ ।।

टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

dreams versus reality