lockdown er upokarita part 2 27-06-2020

লোকডাউন এর কিছু উপকারিতা পর্ব -২ সেইদিন আমার আর মায়ের সুলুক এর আওয়াজে বাবা জোরে জোরে হাঁসতে শুরু করে দিলো , মা মৃদু হেঁসে বললো কি ব্যাপার হাঁসার কি আছে এতো । বাবা বোলো না না কিছুই না চাঁদ টাকে বেশ সুন্দর লাগছে তাই না মা বলো যাক এতো দিনে চাঁদ টাও একটু প্রায়োরিটি পেলো তাহলে নাহলে এতো দিন তো শুধু সায়েন্টিস্ট রাই ওকে নিয়ে ভাবতো আর দেখতো তবুও আজ মানুষ দেখতে পাচ্ছে। ...... কথাটা শুনে আমার মনে হলো সত্যি তো ছোটবেলায় এই চাঁদ নিয়ে কত গল্প শুনতাম অপেক্ষা করতাম কখন উঠবে চাঁদ আর উঠলে তাকিয়েই থাকতাম এক পলকের জন্যও চোখ সরাতুম না পাছে যদি চাঁদ লুকিয়ে যাই , প্রথম প্রেমের অনুভূতি যখন হয়েছিল তখন ও এই চাঁদ ই ছিল , তারপরে হঠাৎ ব্যাস্ততার ভিড়ে ভুলে গেলাম এই চাঁদ কেই , বা আর্টিফিশিয়াল লাইট এর আলোকে চাঁদ এর জোৎস্না মহত্ব হারিয়ে গেলো । " চাঁদ উঠেছে ফুল ফুঠেছে কদম তলায়...