संदेश

अगस्त, 2020 की पोस्ट दिखाई जा रही हैं

Boys- problem- society- bus (23-08-2020)

                                            ছেলে - সমস্যা - সমাজ -বাস  ছেলেদের নিয়ে আমাদের সমাজে বেশ কিছু সমালোচনা , সমস্যা  , আর অদ্ভুত কিছু লজিক আছে আজ এরকম এ কিছু সমস্যা নিয়ে কথা বলবো ।    প্রথমে আসি বাস নিয়ে একটা মহিলা অনায়াসে গিয়ে বলতে পারে দাদা একটু বসতে দেবেন , একটু সিট তা ছাড়বেন কিন্তু তার এ উল্টো দিকে একজন পুরুষ এই কথা কোনোদিন এ বলতে পারবেন না কেন কি তাদের তো কষ্টই হয় না । একটা মহিলা একটা পুরুষের সিট এ বসতে পারে কিন্তু একজন পুরুষ মহিলার সিট এ বসলে তাকে অনেক রকমের কথার শিকার হতে হয় ।    আমি নিজের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা বলছি আমার সাথেও একটা পুরুষ বাস এ যাজছিলো সে আমার প্রেমিক কি বন্ধু কি দাদা কিংবা বাবা সেসব ছাড়ুন সে একজন বাস  পুরুষ , অনেক তা রাস্তা দাঁড়ানোর ফলে তারও পায়ে আমাদের মতোই ব্যাথা হচ্ছিলো  , আর পুরুষ বলেই যে তার বাস এ উঠলে বমি পাই না সেটাও পুরোপুরি ভুল একটা মন্তব্য , ওরাও মানুষ ওদের ও সাধারণ সমস্যা গুলোই হয় । তো আমার সাথে থাকা ওই মানুষটির ও সমস্যা হচ্ছিলো আর যেহেতু বাস ফাঁকাই ছিল আমি ওকে বলি একটু বসতে হ্যা ইটা আমার প্রথম ভুল ছিল , ও আমাকে অনেকবার বারণ করেছিল কিন্তু

2020 --- kichu kotha (22-08-2020)

                                     ২০২০ --   নমস্কার আমি মিস্টু রয় চৌধুরী আজ কথা বলা যাক ২০২০ নিয়ে । অনেক খারাপ তাই না এই বছরটা কত মানুষ এর মৃত্যু কত বিধ্ধংতটা কত ভালো জিনিস না হবার দুঃখ , প্রিয় মানুষের থেকে দূরে থাকার কষ্ট আরো অনেক কিছু । অপেক্ষার প্রহর গুনছে কবে আমরা বাইরে যাবো আবার আগের মতন স্বচ্ছন্দে ঘুরবো , সবার সাথে আড্ডা মারবো কিন্তু যেগুলো হারিয়ে গেলো সেগুলো কি ফিরে পাওয়া সম্ভব বোধহয় না । অনেকের প্রিয় জন চিরদিনের জন্য চলে গেছে । সবদিকে একটাই কথা অপয়া এই ২০২০ বছরটা , এর মতন খারাপ বছর আর দেখা যাই নি , কিন্তু যদি এই বছর এর পরেও এরকম হয় তখন কাকে দোষ দেবেন । এখনো তো অনেক কিছু হওয়া বাকি প্রায় দিন এ কেউ খুন হচ্ছে কোনো বাচ্ছা বা যুবতী মেয়ের সাথে কিছু মানুষ অন্যায় করেই যাছছে , চারিদিকে নদীর বাঁধ ভাঙছে মানুষ ভয় কাঁপছে কোনো সুরাহা নেই , প্রতি নিয়ত ঝড় -বৃষ্টি চলেই যাছছে আর তার জন্য গরিব আসসায় মানুষ এর বিপদ বেড়েই চলেছে কারোর বাড়ি বলে কিছু নেই সব নিঃশ্বেষ , কত মানুষ না খেতে পেয়ে মারা যাছছে সেইটা শুধু ২০২০ তে নয় প্রতি বছর এ হয় , প্রতি বছর এ ঝরে মানুষ এর ক্ষতি হয় , দীর্ঘ দিন ধরে ভাঙা বাঁধ না

GUJOB ( sotto ghotona ) Part- 1

चित्र
                                                       গুজব (সত্য  ঘটনা )     নমস্কার আমি মিষ্টু রয় চৌধুরী । আমার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার একটা ছোট গ্রামে । তো আরো ৫ জন গ্রামের মেয়ের মতই আমিও নিজের ছোট বেলাএ অনেক প্রকার এর গুজব শুনেছি । সত্যি বলতে বিশ্বাস ও করেছি , আসলে তো আমিও খানিকটা ভীতু প্রকৃতির । তো যেহেতু গ্রাম তো সেখানে ভুতুড়ে গল্প থাকবে না তা কি হয় । আমিও নিজের ছোটবেলায় এগুলোকে ঘিরেই বড়ো হয়েছি । এখন তো অনেক কিছুই পরিবর্তিত সেই সব ভুতুড়ে বাড়িও আজ বিলুপ্ত , আজ সেই থ্রিল আর নেই । যাই হোক যাওয়া যাক আসল গল্পে ।                 আমার বাড়ির সামনে বেশ কিছুটা বনজঙ্গলে ভরা তখন তো ইলেকট্রিসিটি ও নেই সেই লন্ঠন এরআলো সন্ধের পরে পুরো নিঃস্থপ্ততা । তো আমার বাড়ির বেশ কিছুটা দূরে এস উসুল একটা ভুতুড়ে বাড়ি ছিল , হা এখনো আছে সেটা তবে এখন ভুত নেই 😆। যাই হোক ফিরে আসি গল্পে , তো ওই বাড়ি ঘিরে যে গল্প ছিল সেটা হলো সেখানে যারা থাকতেন তারা সবাই আত্মহত্যা করে মারা গেছেন । তো বুজতেই পারছেন গুজব টা কি হতে পারে হা তো তারা নাকি অতৃপ্ত আত্মা হয়ে ওই বাড়িতেই আছে মজার ব্যাপার হলো ওই বাড়ির সামনেই একটা মনসা ঠাকুরের মন