ক্যারিয়ার
ক্যারিয়ার প্রতিনিয়ত এই একটা কথা জীবন টাকে পাল্টে দিচ্ছে । আজকাল মানুষ এর বেঁচে থাকার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই ক্যারিয়ার । কত ছেলে মেয়ে এই ক্যারিয়ার শব্দের যাঁতাকলে পিষছে , কত তো হেরে গিয়ে মৃত্যুকে বেঝে নিয়েছে । যখন প্রথম ক্যারিয়ার শব্দটি শুনেছিলাম মনে হয়েছিল হ্যাঁ এই পথ ধরেই জীবনে দাঁড়াতে পারবো অনেক বড় হবো , কিন্তু আস্তে আস্তে বুজতে পেরেছি এতোটা ও সহজ না জীবনে কিছু করা স্বপ্ন তো সবাই দেখে কিন্তু বাস্তবে রূপান্তরিত করতে ধৈয , সাহস , অপমান শুনেও চুপ থাকার ক্ষমতা , নিজের আত্মসমান বিসর্জন দেয়া আর কিছু ভাঙা স্বপ্ন । ছোট থেকেই একটা স্বপ্ন মাথা আর মনের মধ্যে থাকে সেইটা আমাদের ইচ্ছা , কিন্তু আস্তে আস্তে সেই স্বপ্ন ঝাপসা হতে শুরু হয় পরিস্থিতির চাপে আর কিছু অভাবে । যারা শক্তিশালী , সৌর্সফুল যাদের বাবার নামডাক আছে তারাই এখনের যুগে লাঠি ঘোরাবে আর যারা মধ্যবিত্ত কোনো গড ফাদার নেই তারা ফ্রুস্ট্রেশন এর চাপে ফ্যামিলির চিন্তায় আস্তে আস্তে মরছে কেউ সহ্য করে চুপ থেকে মানিয়ে নিয়েছে আর যারা পারে নি তারা আজ অপেক্ষায় যে